গুচ্ছ ভর্তি প্রস্তুতি | মানবিক বিভাগ | ২০২০-২১ সালের প্রশ্ন থেকে

গুচ্ছ ভর্তি প্রস্তুতি
গুচ্ছ ভর্তি প্রস্তুতি  © সংগৃহীত

ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ গুচ্ছের মানবিক বিভাগের ২০২০-২১ সালের সমাধানসহ প্রশ্ন।

 

বাংলা

01. 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে?

a) ভণ্ডামি দূর করতে
b) স্বাধীন হওয়ার জন্য
c) মিথ্যাকে পরিহার করতে
d) দেশের উন্নতির লক্ষ্যে

উত্তর: b

02. জেলখানার বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন?

a) একজন কর্মচারী
b) রাজনৈতিক সহকর্মী
c) সিভিল সার্জন
d) ডেপুটি জেলার

উত্তর: b

03. 'ইন্দ্রজাল' শব্দের সমার্থক শব্দ-জোড় কোনটি?

a) ইন্দ্রিয়, জাদু
b) কুহক, মায়া
c) জাদু, দ্যুতি
d) ভেলকি, ক্ষোভ

উত্তর: b 

04. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি পাকসেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন?

a) সিংহের সঙ্গে
b) বন্য মানুষের সঙ্গে
c) শকুনের সঙ্গে
d) হায়নার সঙ্গে

উত্তর: c

5. ‘পলাশ দেখতে সুন্দর বটে, কিন্তু গন্ধহীন।’-এখানে ‘কিন্তু’ যে ধরনের অব্যয়-

a) সংকোচক
b) পদান্বয়ী
c) বিয়োজক
d) সংযোজক

উত্তর: a

06. ‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কী বলে আখ্যায়িত করেছেন?

a) কৃপণা
b) বিপুলা
c) বনফুল 
d) ঐশ্বর্যময়

উত্তর: b

07. ‘আমরা’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?

a) তুমি, আমি ও সে
b) আমি, তুমি ও সে
c) সে, আমি ও তুমি
d) তুমি, সে ও আমি

উত্তর: a

08. ‘রেইনকোট’ গল্পের রেইনকোট কীসের প্রতীক?

a) সহিষ্ণুতা
b) ধৈর্য ও ক্ষমা
c) সাহস ও দেশপ্রেম
d) মৃত্যু

উত্তর: c

09. কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে?

a) সৌমিত্রি
b) রাঘবদাস
c) জীমূতেন্দ্র
d) অরিন্দম

উত্তর: d

10. আঠারো বছর বয়স বেঁচে থাকে কীসে?

a) বেদনায়
b) দুর্যোগে আর ঝড়ে
c) অসহ্য যন্ত্রণায়
d) আঘাতে

উত্তর: b

11. 'ক্ষুদ্র' অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?

a) উপকণ্ঠ
b) উপদল
c) উপকূল
d) উপশহর

উত্তর: b

12. 'জংশন' শব্দটির উৎসভাষা-

a) ইংরেজি
b) ফরাসি
c) চীনা
d) বার্মিজ

উত্তর: a

13. 'জঙ্গম' শব্দটি দিয়ে বোঝায়-

a) বাঁধ
b) স্থির
c) গতিশীল
d) পর্বত

উত্তর: c

14. একটি বাক্য 'যোগ্যতা' বলতে বোঝায়-

a) বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সংগতি
b) বাক্যের পদসমূহের সুশৃঙ্খল বিন্যাস
c) বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা
d) বাক্যে কর্তা ও ক্রিয়াপদের অন্বয়

উত্তর: a

15. 'Hand out'- এর বাংলা পরিভাষা হচ্ছে-

a) হস্তপত্র 
b) জ্ঞাপনপত্র
c) তথ্যপত্র
d) প্রচারপত্র

উত্তর: b

16. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?

a) সূর্য
b) পেন্নাম
c) হাত
d) ডিঙি

উত্তর: c

17. 'পর্বত'-এর সমার্থক শব্দ নয় কোনটি?

a) শৈল
b) অদ্রি
c) মেদিনী
d) অচল

উত্তর: c

18. কোন শব্দটি শুদ্ধ?

a) বৈশিষ্ট্যতা
b) প্রবাহমান
c) প্রজ্বলিত
d) ইতিমধ্যে

উত্তর:

19. 'নষ্ট হওয়া' স্বভাব যার'- এককথায় কী হবে?

a)নষ্টস্বভাব 
b) বিনষ্ট
c) নশ্বর
d) অবিনশ্বর

উত্তর: c

20. ‘আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।’-উক্তিটি কে করেছিলেন?

a) শম্ভুনাথ
b) হরিশ
c) মামা
d) অনুপম

উত্তর: a

21. 'বিড়াল' কোন ধরনের রচনা?

a) যুক্তিনিষ্ঠ ও সাবলীল
b) রসাত্মক ও ব্যঙ্গধর্মী
c) সাম্যবাদী
d) কাল্পনিক ও উদ্ভট

উত্তর: b

22. জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ-

a) যে ভিক্ষা চায়, তাকে দান কর।
b) ভিক্ষুক এসেছে ভিক্ষা।
c) ভিক্ষুককে দান কর।
d) দান ভিক্ষুকের জন্য।

উত্তর: a

23. 'এ ছেলে বংশের মুখ রক্ষা করবে'-এর সঠিক অর্থ হলো-

a) বংশবৃদ্ধি করবে
b) সম্মান বাঁচানো
c) অনুগ্রহ করা
d) বংশের অসম্মান করা

উত্তর: b

24. পূরণবাচক শব্দ-

a) ১
b) এক
c) পহেলা
d) প্রথম

উত্তর: d

25. কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?

a) নাচন
b) কেষ্টা
c) স্থান
d) শুনানি

উত্তর: b

26. 'মিউজিওলজি' শব্দ দ্বারা বোঝায়-

a) জাদুঘরতত্ত্ব
b) ভূতত্ত্ব
c) প্রত্নতত্ত্ব
d) ফসিলবিদ্যা

উত্তর: a

27. কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?

a) কৃতদার
b) শ্রমিক
c) নর
d) সভাপতি

উত্তর: 

28. কোন দুটি অর্ধ-সংবৃত স্বরধ্বনি?

a) অ্যা, আ
b) অ, উ
c) ই, উ
d) এ, ও

উত্তর: d

29. নিত্য অতীতকালের উদাহরণ-

a) তারা একসঙ্গে ঘুরে বেড়াত
b) সেদিনও দাদি আমাদের গল্প বলছিলেন
c) সূর্য উঠল
d) স্কুল শেষে শিক্ষার্থীরা বাড়ি গেল

উত্তর: a
 
30. 'ষ্ণ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

a) ণ্+ষ
b) ষ্+ঞ
c) ষ্ +ন
d) ষ্+ণ

উত্তর: d

31. কোনটি মিশ্র-ক্রিয়ার উদাহরণ?

a) নাচ করা
b) এসে বসা
c) খেয়ে যাওয়া
d) দৌড়াতে থাকা

উত্তর: a

32. সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে?

a) মীরজাফর 
b) মানিকচাঁদ 
c) ঘসেটি বেগম 
d) শওকত জঙ্গ 

উত্তর: d

33. 'সে যেন খাঁচায় ধরা পড়েছে।'- কার ধরা পড়ার কথা বলা হয়েছে?

a) রহিমা
b) জমিলা
c) হাসুনির মা
d) আমেনা বিবি

উত্তর: b

34. নীরব ভাষায় বৃক্ষ আমাদের কী গান শোনায়?

a) বেদনার
b) ব্যর্থতার
c) সার্থকতার
d) আনন্দের

উত্তর: c

35. 'পালক' শব্দের বিপরীত শব্দ-

a) নিপীড়ক
b) ধ্বংসকারী
c) ঘাতক
d) শোষক

উত্তর: c

36. 'সিক্ত নীলাম্বরী'- 'নীলাম্বরী' কোন পদ?

a) বিশেষ্য
b) বিশেষণ
d) ক্রিয়া বিশেষণ
c) সর্বনাম

উত্তর: a

37. কোনটি ভাববাচ্যের উদাহরণ?

a) বসন্তে কোকিল ডাকে।
b) এখন যাওয়া যায়।
c) বইটি পড়া হয়েছে।
d) আমি অপেক্ষা করব।

উত্তর: b

38. শব্দের শেষে 'অ' উচ্চারণ লোপ পায় না-

a) বৃহত্তর
b) ফল
c) অবশেষ
d) দর্শন

39. 'একগুঁয়ে' অর্থটি বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?

a) ধোপদুরস্ত
b) পাথরে পাঁচ কিল
c) নেই আঁকড়া
d) দুমুখো সাপ

উত্তর: c

40. 'রশ্মি' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?

a) রোশশি
b) রশি
c) রোমি
d) রোশনি

উত্তর: a

English

Read the passage below and answer the questions that follow: (questions 1-5)

Today there are nearly 8 billion people living in the world every year the number is increasing. Feeding their fast-growing populations is one of the biggest challenges for most countries in Africa and Asia. Scientists, agricultural experts, and planners have to discover new ways to produce more food. One possible way is to bring more land under cultivation. This can be done only in places where there is a lot of land not used for agriculture. In many countries, however, arable land is scarce and whatever is available is needed for other purposes for example, expanding cities and setting up industries. A second way is to make use of new types of seeds to produce more food. Already a number of new strains of paddy and wheat have been developed in different part of the world.

01. Choose a suitable title for the passage from following options:

a) The problem of global population growth
b) How to feed a fast-growing population
c) The new varieties of crops
d) The disappearance of arable lands

Ans: b 

02. The passage implies that -----.

a) there is no scarcity of arable lands in Asia and Africa.
b) more land is available for wheat cultivation.
c) it is possible to discover new strains of paddy and wheat.
d) every year, the population of the world is increasing by 8 bilion.

Ans: c 

03. In the passage, the world "planners" refers to those connected with -----.

a) city planning
b) land management
c) industrial planning
d) agriculture

Ans: b

04. According to the passage, an effective way to face the challenge of food shortage is by ------.

a) helping agricultural scientists to produce new types of seeds
b) stopping cities from expanding
c) reducing population growth
d) creating more agricultural farms

Ans: a 

05. The word "arable" means -----.

a) arid
b) cultivable
c) available
d) wet

Ans: b 

Fill in the blanks with appropriate words (questions 6-8)

06. The policeman asked the victim of a theft, "What did you?"

a) loose
b) lose
c) loss
d) louse

Ans: b 

07. He made his childre ----- their homework every afternoon.

a) doing
b) to do
c) do
d) done

Ans: c 

08. I always carry an umbrella in case it ------.

a) rain
b) rains
c) is raining
d) will rain

Ans: b 

09. Which is the correct translation of "যারা অলস, তারা চিরকাল পেছনে পড়ে থাকে"?

a) Those who are lazy are always at the back
b) Those who are lazy are always left behind
c) The lazy ones are always late
d) Those who are lazy are at the back forever

Ans: b 

Which of the following sentences is correct? (questions 10-11)

10.a) She accused the man of stealing her phone.
b) She accused the man for stealing her phone.
c) She accused the man by stealing her phone.
d) She accused the man to steal her phone.

Ans: a 

11.a) Amin, as well as Sumon, wants to play in the team.
b) Amin, as well as Suman, want to play in the team.
c) Amin, as well as Sumon, both want to play in the team.
d) Amin, as well as Sumon, wanting to play in the team.

Ans: a

12. Choose the pair that best expresses the relationship similar to the one given in capital letters: TREE: ROOT ------.

a) Building: Foundation
b) Shirt: Sleeve
c) Entrance: Exit
d) Engine: Automobile

Ans: a

13. Find the correctly spelt word -.

a) Acommodation
b) Accomodation
c) Accommodation
d) Acomodation

Ans: c

Choose the correct form of verb (questions 14-17)

14. I don't know who ----- the chair.

a) breaks
b) broke
c) breaking
d) break

Ans: b

15. My mother ------- TV news every night.

a) is watching
b) watched
c) watches
d) watch

Ans: c 

16. Himu is not here, he is out ----- his uncle.

a) visited
b) visiting
c) is visiting
d) visits

Ans: b 

17. I never ------ Chumki anymore.

a) see
b) seen
c) seeing
d) was seen

Ans: a

Select the appropriate prepositions: (questions 18-21)

18. Green tea is a good alternative coffee.

a) for
b) to
c) then
d) of

Ans: b

19. The shops here are open 10 am to 8 pm.

a) for
b) on
c) at
d) from

Ans:d

20. I cannot put ------ with his insolence.

a) out
b) up
c) in
d)through

Ans: b

21. I ran ----- Nehal at the store.

a) into
b) in
c) at
d) through

Ans: a 

Choose the correct options (questions 22-26)

22. My uncle, who is a cardiac surgeon, deals with ------.

a) kidney patients
b) heart patients
c) liver patients
d) patients with eye problems

Ans: b 

23. "Everyone has the right to a nationality." Here nationality means ------.

a) nationalism
b) race
c) the status of belonging to a particular nation
d) diaspora

Ans: c

24. "Hospitable" means ------.

a) hostile
b) friendly
c) hospitalized
d) haughty

Ans: b 

25. A herd of cows ------ grazing in the field.

a) was
b) were
c) have been
d) are

Ans: a 

26. I had to run to ------ the rickshaw.

a) keep to
b) keep up
c) keep up with
d) keep into

Ans: c 

Choose the meaning of the idiom (questions 27-28)

27. Under the weather -------.

a) Slightly unwell
b) In bad weather
c) In rainy weather
d) Feeling happy

Ans: a 

28. Pull someone's leg -------.

a) Punish someone
b) Stretch someone's injured leg
c) Fool or trick someone
d) Make life difficult for someone

Ans: c

29. Intra-personal conflict occurs -------.

a) between colleagues
b) between friends
c) within an individual
d) between countries

Ans: c

30. "I'll do better than that," I retorted. "I'll eat nothing for dinner tonight." These lines from Somerset Maugham's "The Luncheon" are spoken --------.

a) ironically
b) humorously
c) seriously
d) sadly

Ans: a

31. What emotion do the following lines express? "How can the bird that is born for joy / Sit in a cage and sing?"

a) Joy
b) Contentment
c) Terror
d) Grief

Ans: d

32. The person who has the right to vote in an election is --------.

a) an observer
b) a voter
c) a candidate
d) an agent

Ans: b

33. What is the antonym for "timid"?

a) Weak
b) Shy
c) Doubtful
d) Bold

Ans: d 

34. What is the synonym for "resentment"

a) Anger
b) Fear
c) Indignation
d) Panic

Ans: c

35. "One hardly knows what to do." Here the word "one" is an example of -------.

a) distributive pronoun
b) an indefinite pronoun
c) a demonstrative pronoun
d) a relative pronoun

Ans: b
 
আইসিটি

০১. প্রোগ্রাম তৈরিতে ডিজাইন ধাপের পরবর্তী ধাপ কোনটি?

a) সমস্যা বিশ্লেষণ
b) প্রোগ্রাম কোডিং
c) প্রোগ্রাম চালানো
d) প্রোগ্রামরক্ষণাবেক্ষণ

উত্তর: b

০২. ১৭৩ সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?

a) অক্টাল
b) ডেসিমাল
c) হেক্সাডেসিমাল
d) সবগুলো

উত্তর: d

০৩. C ভাষায় 'B' কোন ডাটা টাইপের উদাহরণ?

a) integer
b) float
c) character
d) কোনোটিই নয়

উত্তর: c

০৪. Boolean Algebra এর ক্ষেত্রে কোনটি সঠিক?

a) A + A = 1
b) A + A = 0
c) A + 1 = A
d) A + 0 = A

উত্তর: d

০৫. হটস্পট কী?

a) নিরাপত্তা ব্যবস্থা
b) এক ধরনের সফটওয়্যার
c) তারবিহীন নেটওয়ার্ক
d) কোনোটিই নয়

উত্তর: c

০৬. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?

a) Hub 
b) Switch 
c) Router
d) TCP

উত্তর: d

০৭. ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব?

a) 28
b) 210-1
c) 215
d) 216

উত্তর: d

০৮. C ভাষায় কে কোন ধরনের অপারেটর অক্ষর লেখা সম্ভব?

a) Arithmetic
b) Relational
c) Logical
d) Assignment

উত্তর: c

০৯. রবিনের বর্তমান বয়স (19)10। কত বছর পর তার বয়স (100110), হবে?

a) (10010) 
b) (10011)2 
c) (100110)2 
d) (100011)2

উত্তর: b

১০. C প্রোগ্রামিংয়ে কোনটি ভুল ডাটা টাইপ?

a) short int
b) long double
c) signed float
d) signed char

উত্তর: c

১১ . কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? 

a) হাফএডার 
b) ফুলএডার 
c) এনকোডার 
d) কাউন্টার

উত্তর: a

১২. কোন পদ্ধতিটি ডাটাবেজ থেকে ডাটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়?

a) সর্টিং
b) সিলেক্টিং
c) জয়েনিং
d) ইনডেন্সিং

উত্তর: b

১৩. কোনটি উপগ্রহে ডাটা প্রেরণের সাথে সম্পর্কিত?

a) Downlink
b) Modulate
c) Demodulate
d) Uplink

উত্তর: d 

১৪. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায়?

a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
b) বায়োমেট্রিক্স
c) ব্যানো টেকনোলজি
d) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

উত্তর: b

১৫. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

a) বাস উপোলজি
b) রিং টপোলজি
c) স্টার টপোলজি
d) মেশ উপোলিজ

উত্তর: d

১৬. https:// এর  s কী নির্দেম করে?

a) server 
b) service 
c) security 
d) save 

উত্তর: c

১৭. C ভাষায় লেখা প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন কোডে রূপান্তরিত হয়?

a) এডিটর 
b) কম্পাইলার 
c) ডাটাবেস 
d) ডিকশনারি

উত্তর: b

১৮. একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত?

a) LAN
b) MAN
c) WAN
d) PAN

উত্তর: ‍a

১৯. gmail.com কী নির্দেশ করে?

a) সার্চ ইঞ্জিন
b) ই-মেইলএড্রেস
c) মেইল সার্ভার
d) প্রটোকল

উত্তর: c

২০. কোনটি ক্লাউড স্টোরেজ নয়?

a) ওয়ানড্রাইভ
b) গুগলড্রাইভ
c) হার্ড ড্রাইভ
d) ড্রপবক্স

উত্তর: c

২১. কোন ডিভাইসটি "ফুলডুপ্লেক্স" মোডে কাজ করে?

a) মোবাইল ফোন
b) ওয়াকিটকি
c) রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ
d) সবগুলো

উত্তর: a

২২. Y = (A+B) (A + B) এর সরলীকৃত মান কত?

a) (AB+B)
b) A
c) B
d) A

উত্তর: c

২৩. কোন কমান্ডটি একটি টেবিল থেকে সব ডাটা নেয়ার জন্য ব্যবহৃত হয়?

a) SELECT ALL
b) SELECT ALL*
c) SELECT*
d) SELECT**

২৫. ভিডিও কনফারেন্সিং- এব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড হলো- 

a) মাল্টিকাস্ট 
b) ব্রডকাস্ট
c) সিমপ্লেক্স 
d) ইউনিকাস্ট 

উত্তর: a


সর্বশেষ সংবাদ